ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ১২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৩০, ১২ সেপ্টেম্বর ২০১৯

ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স  পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ অঞ্চল কর্তৃক জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) শহরের ময়মনসিংহের দারুচিনি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটো ও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জম হোসেন বাবুল উপস্থিত ছিলেন।

এছাড়া অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন ও বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে অগ্রণী ব্যাংক ময়মনসিংহ অঞ্চল কর্তৃক রচয়িত ‘শোকাবহ ১৫ আগস্ট কাঁদো প্রিয় বাংলাদেশ’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

আই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি